ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

‘মাদক বিক্রেতা’ বাবা-মায়ের সঙ্গে কারাগারে শিশু সন্তানও 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, জানুয়ারি ২৪, ২০২৩
‘মাদক বিক্রেতা’ বাবা-মায়ের সঙ্গে কারাগারে শিশু সন্তানও  প্রতীকী ছবি।

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে ৪০ পিস ইয়াবার বড়িসহ আটক রিপা আক্তারকে (২৪) তার দেড় বছরের শিশু সন্তানসহ কারাগারে পাঠানো হয়েছে।  

মাদক সংশ্লিষ্টতায় আগে থেকেই কারাগারে রিপার স্বামী হানিফ মিয়াও।

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান। এ পরিবারটি হবিগঞ্জ শহরের উমেদনগর কুচিয়ার বিল এলাকার।  

কাজী হাবিবুর রহমান বলেন, ‘গত রোববার (২২ জানুয়ারি) বিকেলে ৪০ পিস ইয়াবার বড়িসহ রিপাকে আটক করা হয়েছিল। এ সময় শিশুটি তার মায়ের হাত ছাড়ছিল না, কান্না করছিল। এজন্য মায়ের ইচ্ছেয় তাঁর সঙ্গে শিশুটিকেও আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক শিশুটিকে তার মায়ের সঙ্গে থাকার আদেশ দিয়েছেন। এজন্য দুইজনকেই কারাগারে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, ‘রিপা ও তার স্বামী হানিফ দুইজনেই মাদক চোরাকারবারে জড়িত। কিছুদিন আগে হানিফকে মাদকসহ আটকের পর কারাগারে পাঠানো হয়েছিল। তিনি সাজার আদেশপ্রাপ্ত আসামি। ’

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।