ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাশকতা মামলায় বিএনপির সাবেক দুই কাউন্সিলর কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
নাশকতা মামলায় বিএনপির সাবেক দুই কাউন্সিলর কারাগারে প্রতীকী ছবি

ঢাকা: নাশকতার মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলর গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল ইসলাম টিপু এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে কারাগারে পাঠানো হয়েছে।

হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিএনপি নেতাদের আইনজীবী সাইফুল ইসলাম মিয়াজি জানান, বিএনপির এ দুই নেতা গত ২৯ নভেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে নিম্ন আদালতে আত্মসমর্পণ জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো মকবুল ইসলাম টিপু ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য। আর আব্দুল কাদির গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

২০২২ সালের নভেম্বর মাসে গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান বাদী হয়ে গেন্ডারিয়া থানায় ৬৭ জনের নাম উল্লেখ করে আরও ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সম্মেলনে আসামিরা দেশীয় অস্ত্রসহ বোমা বিস্ফোরণ করে বাদীসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আহত করেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
কেআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।