ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অফিসে বিলম্ব: হাইকোর্ট কর্মকর্তার বেতন কর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
অফিসে বিলম্ব: হাইকোর্ট কর্মকর্তার বেতন কর্তন

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন প্রশাসনিক কর্মকর্তা বিলম্বে অফিসে উপস্থিত হওয়ার কারণে তার বেতন কর্তন করা হয়েছে। ওই কর্মকর্তার বেতন কর্তন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা।

‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহিদ সুলতানার বিলম্বে অফিসে উপস্থিত হওয়ার জন্য একদিনের মূল বেতন কর্তন সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তি অনুযায়ী, নাহিদ সুলতানা ১২ জানুয়ারি ও ২২ জানুয়ারি বিলম্বে অফিসে উপস্থিত হয়েছেন।

এ বিষয়ে তার দাখিল করা জবাবও সন্তোষজনক নয়। তাই সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিত) বিধিমালা ২০১৯ এর ৫(১)(২) উপবিধি মোতাবেক একদিনের সমপরিমাণ মূল বেতন কর্তনের আদেশ দেন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো.মিজানুর রহমান।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিজ্ঞপ্তিটি জারি করেন সহকারী রেজিস্ট্রার কাজী আরাফাত উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।