ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আরও ৭ মামলায় জামিন পেলেন যুবদলের সাবেক সভাপতি নীরব

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ৯, ২০২৩
আরও ৭ মামলায় জামিন পেলেন যুবদলের সাবেক সভাপতি নীরব

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে রাজধানীতে নাশকতার আরও সাত মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ মে) বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ তাকে পৃথক আবেদনে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুস আলী রবি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।  

৫ মার্চ বিকেলে রাজধানীর তেঁজগাও এলাকার এফডিসির পাশ থেকে নীরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

পরদিন পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় নীরবকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন জজ আদালত। তারপর থেকে কারাবন্দি নীরব।

৩ মে নাশকতার ৫ মামলায় হাইকোর্ট সাইফুল আলমকে নীরবকে জামিন দিয়েছিলেন। আজকের ৭ মামলাসহ এখন পর্যন্ত মোট ১৯ মামলায় তিনি জামিন পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ০৯, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।