ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিএনপির যুগ্ম মহাসচিব আলালসহ ৫ জনের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ৩০, ২০২৩
বিএনপির যুগ্ম মহাসচিব আলালসহ ৫ জনের আগাম জামিন

ঢাকা: রাজশাহীর পুঠিয়ার শিবপুর স্কুল মাঠে জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ব্যাপারে জামালপুরে একটি মামলা হয়।

সে মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৫ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩০ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন দেন। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

জামিন পাওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন, আইনজীবী কায়সার কামাল, সঙ্গে ছিলেন আইনজীবী কে আর খান পাঠান।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর স্কুল মাঠে বিএনপির জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় গত ২৩ মে বিকেলে জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। মামলায় আবু সাঈদ চাঁদসহ সাতজন ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ৩০, ২০২৩
ইএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।