ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

যশোরে যৌতুক মামলায় এক ব্যক্তির দুই বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
যশোরে যৌতুক মামলায় এক ব্যক্তির দুই বছরের কারাদণ্ড

যশোর: যৌতুক মামলায় আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ রায় দেন।  

সাজাপ্রাপ্ত আব্দুল আজিজ মণিরামপুরের পলাশী গ্রামের মৃত নুরুল হক মোল্যার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৫ আগস্ট আব্দুল আজিজ পারিবারিকভাবে যশোর সদরের কাজীপুর গ্রামের মৃত বাকি বিল্লাহর মেয়ে আয়শা খাতুনকে বিয়ে করেন। বিয়ের কয়েকদিন পর বিদেশে যাওয়ার কথা বলে তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় আব্দুল আজিজ তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে ১৫ সেপ্টেম্বর আব্দুল আজিজ তার স্ত্রীকে বাবার বাড়ি তাড়িয়ে দেন। বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে আয়শা খাতুন ২০২০ সালের ১৯ নভেম্বর যৌতুক নিরোধ আইনে স্বামীর নামে আদালতে মামলা করেন। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক বুধবার এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।