ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দিনাজপুরে মাদক মামলায় তিন ব্যবসায়ীর যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
দিনাজপুরে মাদক মামলায় তিন ব্যবসায়ীর যাবজ্জীবন  আসামিরা

দিনাজপুর: দিনাজপুরে তিন মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। একই সঙ্গে প্রত্যেককে ১২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এ আদেশ  করেন।  

দিনাজপুরের নবাবগঞ্জে ৩০৭ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ওবায়দুল হক, একই গ্রামের সরেমদ্দিনের ২ ছেলে জাকিরুল ইসলাম ও আমিরুল ইসলাম।  

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ মার্চ তৎকালীন রংপুর র‍্যাব-৫ এর একটি দল নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামে আসামি ওবায়দুল হকের বাসা থেকে ১৫০ বোতল ফেনসিডিল, জাকিরুলের বাসা থেকে ৮১ বোতল ফেনসিডিল ও আমিরুলের বাসা থেকে ৭৫ বোতল ফেনসিডিল জব্দ করে। পরে র‍্যাবের এসআই খন্দকার হেলাল উদ্দিন গ্রেপ্তারকৃত আসামিদের নবাবগঞ্জ থানায় সোপর্দ করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।  

দিনাজপুরের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।