নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে লিপি হত্যা মামলায় স্বামী এবাদুল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন।
এবাদুল্লাহ বাড়ি রূপগঞ্জের টাওরা এলাকায়। তিনি স্থানীয় বাসিন্দা ফজলু মিয়ার ছেলে।
মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এবাদুল্লাহর সঙ্গে একই এলাকার নজুমুদ্দিনের মেয়ে লিপি আক্তারের বিয়ে হয় ২০০০ সালের ২ ফেব্রুয়ারি। বিয়ের পর নানা বিষয়ে ঝগড়ার কারণে পারিবারিক কলহ হলে তাদের মধ্যে দূরত্ব বাড়ে। এক পর্যায়ে ঝগড়া হলেই স্ত্রীকে মারধর করা শুরু করেন এবাদুল্লাহ। একই বছরের ৫ জুলাই সামান্য বিষয়ে ঝগড়া থেকে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান এবাদুল্লাহ।
তিনি আরও জানান, লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন হত্যার ঘটনায় পরে রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় শুনানির পর আদালত এ রায় ঘোষণা করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এমআরপি/এসআইএ