ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মঙ্গলবার পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে ১০ প্রসিকিউটরের পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
মঙ্গলবার পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে ১০ প্রসিকিউটরের পদত্যাগ

ঢাকা: প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে ১০ জন প্রসিকিউটর পদত্যাগ করেছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে প্রসিকিউশনের প্রশাসন শাখা।

১০ প্রসিকিউটর হলেন, চিফ প্রসিকিউটরের দায়িত্বে থাকা সৈয়দ হায়দার আলী, রানা দাশগুপ্ত, মোখলেসুর রহমান বাদল, সুলতান মাহমুদ সীমন, শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন, আলতাফ উদ্দিন আহম্মেদ, শেখ মুশফেক কবীর ও জাহিদ ইমাম।

স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) চলছে বিচারকাজ।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।