ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী নিহত: ৩ আসামির রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী নিহত: ৩ আসামির রিমান্ড ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মোহসীনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।

তিনি জানান, আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেছিলেন। আদালত জামিন নামঞ্জুর করে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে রূপগঞ্জের পূর্বাচল এলাকায় চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করার সময় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও তার দুই বন্ধু মেহেদী হাসান খান, অমিত সাহাকে চাপা দেয় একটি প্রাইভেট কার। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মাসুদ। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।

এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মদের খালি বোতল এবং এক ক্যান বিয়ার পাওয়া যায়। পরবর্তীতে আসামিদের ডোপ টেস্ট করলে ফলাফল পজিটিভ পাওয়া যায়।

শুক্রবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় নিহত মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলাটি আদালতে শুনানি শেষে তিন আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।