ঢাকা, বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

আইন ও আদালত

দনিয়া কলেজ শিক্ষার্থী হত্যায় কিং মাহফুজসহ ৬ আসামি রিমান্ডে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
দনিয়া কলেজ শিক্ষার্থী হত্যায় কিং মাহফুজসহ ৬ আসামি রিমান্ডে 

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মাহফুজ ওরফে মো. মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজসহ (২২) ছয় আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রিমান্ডের এই আদেশ দেন।



এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রবাবাড়ী থানার উপপরিদর্শক মো. আশরাফুজ্জামান তাদের দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। সেই আবেদনের শুনানির জন্য আজ তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন বাদীপক্ষে রিমান্ড আবেদনের শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম সবুজ ও কাইয়ুম হোসেন নয়ন। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামি কিং মাহফুজের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আসামি জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক, মো. কাওছার মিয়া ও শাহ আলমের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।  

রিমান্ড চাওয়া অপর আসামি সোহান মিয়ার বয়স আঠারো বছরের কম হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানো হয়।  

এদিন আসামিদের আদালতে তোলার সময় মিনহাজের সহপাঠীরা আসামিদের জুতাপেটা করেন। পরে পুলিশ তাদের নিবৃত্ত করে আসামিদের এজলাসে গেলে রিমান্ড শুনানি হয়।  

এর আগে ৩১ জানুয়ারি পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা পুলিশের সহযোগিতায় এসব আসামিকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম। পরদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন অপর একটি আদালত।  
ডিবি-ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, নিহত মিনহাজুল যাত্রাবাড়ী থানার শনির আখড়ার দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত ২৬ জানুয়ারি দনিয়া কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজুলের সাথে মাহফুজ ওরফে কিং মাহফুজসহ অন্য আসামিদের বাগবিতণ্ডা হয়।  

পরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার, চাকু, চাপাতি ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মিনহাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত মিনহাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় নিহত মিনহাজুলের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ‘কিং মাহফুজ’সহ ৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে যাত্রবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।