ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলা: নারায়ণগঞ্জে ৪ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
হত্যা মামলা: নারায়ণগঞ্জে ৪ জনের যাবজ্জীবন ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাচালক দাউদ হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ মার্চ) নারায়ণগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হুমায়রা তাবাসসুম এ রায় ঘোষণা করেন।  

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নেত্রকোনার বাসিন্দা লতিফ, রতন, আউয়াল ও বরিশাল জেলার বাসিন্দা শহীদুল। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শহীদুল।  

এ মামলায় শহীদুল বাদে অন্য তিন আসামি পলাতক অবস্থায় আছেন। এর আগে ২০০৫ সালে ঢাকা থেকে অটোরিকশা ভাড়া করে এনে ছিনতাইয়ের উদ্দেশে অটোরিকশা চালককে হত্যা করেন আসামিরা। পরবর্তীতে এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।  

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের মধ্যে শহীদুল ইসলাম কারাগারে এবং বাকিরা পলাতক অবস্থায় আছেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।