ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

আইন ও আদালত

মাদরাসাছাত্রকে বলাৎকারের মামলায় শিক্ষকের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
মাদরাসাছাত্রকে বলাৎকারের মামলায় শিক্ষকের যাবজ্জীবন  দণ্ডপ্রাপ্ত মাদরাসা শিক্ষক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি হাফিজিয়া মাদরাসায় এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. আব্দুর রহিম ওরফে কালুকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আব্দুর রহিম ওরফে কালু নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পর বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুর রহিম এক ছাত্রকে অফিসে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নেন। একপর্যায়ে ওই ছাত্রকে বলাৎকার করেন। এরপর রাতেই তাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যান শিক্ষক আব্দুর রহিম।

এসময় ওই ছাত্র বাড়িতে গিয়ে কান্না শুরু করলে তার বাবা জিজ্ঞাসা করলে সে ঘটনাটি খুলে বলে। পরে তাকে চিকিৎসার জন্য তার বাবা নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ২১ মে শিশুটির বাবা বাদী হয়ে মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জাব্বার আলী মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ জন আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ ৪ বছর এ মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি চলে। অবশেষে সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।