ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, মার্চ ১৬, ২০২৫
নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব্বির হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও আনিসুর রহমান।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ২০২১ সালের সাব্বির হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আসামিরা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।