ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

জামালপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, মার্চ ১৯, ২০২৫
জামালপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন 

জামালপুরে মাদক মামলায় শামছুল হক নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।  

বুধবার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবু বকর ছিদ্দিক এ আদেশ দেন।

 

আসামি শামছুল হক পৌর শহরের পাথালিয়া এলাকার সালাউদ্দিনের ছেলে। এছাড়াও অপর আসামি শেরপুর সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়া গ্রামের চান মাহমুদের ছেলে আব্দুল হালিম। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।  

মামলার রায়ের সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের পিলখানা এলাকায় মো. দেলোয়ার হোসেন দিলদারের বাসা ভাড়া নিয়ে শামছুল হক নামে এক মাদক কারবারি মাদক ব্যবসা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২০১৫ সালের ১৮ ডিসেম্বর অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শামছুল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং আব্দুল হালিম নামে আরেক জন পালিয়ে যায়। পরবর্তীকালে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি শামছুল হকের উপস্থিতিতে বিচারক মো. আবু বকর ছিদ্দিক যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ কে এম নাজমুল হুদা এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।