ঢাকা: আইনের সংস্পর্শে আসা শিশু ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের হেফাজত, জামিন, রিমান্ড, বয়স নির্ধারণসহ যেকোনো অন্তর্বর্তী বিষয়ে সরকারি কার্যদিবসের মতো সরকারি ছুটির দিনগুলোতেও নিষ্পত্তি করতে হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির ভাষ্য মতে, শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেফতার বা আটক করার পর আটককারী কর্তৃপক্ষ শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন না করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু সোপর্দ করা শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রচার করার বিষয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের আইনগত এখতিয়ার না থাকায় যেকোনো আদেশ বা সিদ্ধান্ত দিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা অপারগতা প্রকাশ করে থাকে। ফলে সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হলো।
নির্দেশনায় বলা হয়, শিশু আইন এবং একটি মামলায় হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক সরকারি কার্যদিবসের মতো সাপ্তাহিকসহ অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে উপস্থাপিত আইনের সংস্পর্শে আসা শিশুর হেফাজত এবং আটক আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের জামিন, রিমান্ড, বয়স নির্ধারণ, হেফাজতসহ অন্তর্বর্তী যেকোনো দরখাস্ত শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে সরেজমিনে (ইন পারসন) উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এর বিধিবিধান অনুসরণপূর্বক শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবে।
‘সরকারি কার্যদিবসের মতো ছুটির দিনগুলোতে প্রযোজ্য ক্ষেত্রে শিশু আদালতের নির্দেশে আইনের সংস্পর্শে আসা শিশু বা আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুর জাবানবন্দি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন। ’
শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮) এর বর্তমান অস্পষ্টতা ও অসংগতি দূরীকরণার্থে শিশু আইন সংশোধন কিংবা হাইকোর্টের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্দেশনাবলী বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
ইএস/আরবি