ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রোগ্রামারের বাড়িসহ সম্পদ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৩, মে ১৩, ২০২৫
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রোগ্রামারের বাড়িসহ সম্পদ জব্দ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল কাদেরের স্থাবর সম্পদ ও তদস্থলে স্থাপিত ছয়তলা বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে, রাজধানীর শ্যামপুর সাব-রেজিস্ট্রার অফিসের আওতাধীন মুগদা থানাধীন মাণ্ডা মৌজায় ৭৭৪ অযুতাংশ বা ৪.৭০ কাঠা জমি, যার দলিল মূল্য ৩৬ লাখ ২৪ হাজার টাকা এবং রেজিস্ট্রেশন খরচ ৫ লাখ ৪৩ হাজার ছয়শ’ টাকা।

এ ছাড়া একই মৌজার কদমতলা, বাসাবো হক আবাসিক সোসাইটিতে ৬ হাজার ৫৪০ বর্গফুট আয়তনের ৬ তলা পুরাতন ইমারত ও যাবতীয় কমন সুযোগ-সুবিধাদিসহ ০৪৩২ অযুতাংশ ভূমি, যাহার দলিল মূল্য ১ কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকা এবং রেজিস্ট্রেশন খরচ ২১ লাখ ১২ হাজার নয়শ’ টাকা।

এদিন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম এসব সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল কাদেরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ত্রাণের অর্থ আত্মসাৎ, বদলি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসম্মানের জন্য ২০২৪ সালের ২০ আগস্ট দুই সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে।

অনুসন্ধানকালে জানা যায়, মোহাম্মদ আবদুল কাদের অবৈধ পন্থায় অর্জিত অপরাধলব্ধ সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তার অপরাধলব্ধ সম্পদ জব্দ করা প্রয়োজন। তার সম্পদ জব্দ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুনানি শেষে বিচারক তার এসব সম্পদ জব্দের আদেশ দেন।

কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।