ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাজারীবাগের ট্যানারিগুলোর জরিমানা আদায়ে সচিবকে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
হাজারীবাগের ট্যানারিগুলোর জরিমানা আদায়ে সচিবকে নোটিশ

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থেকে স্থানান্তর না করা ট্যানারিগুলোর মালিকদের প্রতিদিনের জরিমানা পরিশোধ বিষয়ে জানতে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

 

মঙ্গলবার (০৯ আগস্ট) সুপ্রিম কোর্টের এ আইনজীবীর পাঠানো নোটিশের জবাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, স্থানান্তর না করা প্রতিটি ট্যানারিকে প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানা হিসেবে শিল্প সচিবের অ্যাকাউন্টে জমা দিতে আদালতের নির্দেশনা রয়েছে। এ অর্থ পরিশোধ সংক্রান্ত বিষয় আদালতে এফিডেভিট দাখিল করার কথা। কিন্তু তা করা হচ্ছে না।

শিল্প সচিবকে আদালতের এ নির্দেশ পালনের বিষয়ে আইনজীবীকে অবহিত করার অনুরোধ জানিয়ে নোটিশে বলা হয়, অন্যথায় নির্দেশনা অমান্য করার দায়ে সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।

গত ১৬ জুন হাজারীবাগের স্থানান্তর না করা ট্যানারির মালিকদের প্রতিদিনের জন্য ৫০ হাজার টাকা করে জরিমানার আদায়ের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলে গত ১৭ জুলাই জরিমানা কমিয়ে ১০ হাজার টাকা করেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।