ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

তাবেলা সিজার হত্যা মামলার চার্জশিট গৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
তাবেলা সিজার হত্যা মামলার চার্জশিট গৃহীত

ঢাকা: ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার এমএ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

বুধবার (২৪ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা চার্জশিটটি আমলে নিয়ে পলাতক ২ আসামি কাইয়ুম কমিশনার ও সোহেল ভাঙ্গারির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

২৮ জুন কাইয়ুম কমিশনারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।  

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন, এমএ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ।

একজন বিদেশিকে হত্যা করে দেশে-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ হত্যাকাণ্ড চালানো হয় মর্মে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।