ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সন্ত্রাসবিরোধী আইনের তিন মামলা হাইকোর্টে বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
সন্ত্রাসবিরোধী আইনের তিন মামলা হাইকোর্টে বাতিল

২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা তিনটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

ঢাকা: ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা তিনটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

 

এ তিন মামলা বাতিলে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (১১ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন  সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।

পরে শহিদুল ইসলাম খান বলেন, আইনের বিধান অনুসারে এসব মামলায় সরকারের অনুমোদন নিতে হয়। কিন্তু এ তিন মামলার ক্ষেত্রে দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়েছে। তাই আদালত মামলাগুলো বাতিলের রায় দিয়েছেন। এছাড়া যারা অনুমোদন নিতে দীর্ঘ সময়ক্ষেপণ করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিয়ে ৪৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিম্ন আদালতের কার্যক্রম তদারকি কমিটিকে জানাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ তিন মামলা কি ধরনের জানতে চাইলে তিনি বলেন, জঙ্গি বিষয়ক মামলা।

জানা গেছে,২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে আব্দুর রাকিব সুমন ও রবিউল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ৩টি মামলা  করে পুলিশ। ২০১২ সালের ২৪ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন নিম্ন আদালত।

পাশাপাশি আইনের বিধান অনুসারে বিচার শুরুর জন্য সরকারের অনুমোদন চাওয়া হয়। এ অবস্থায় আসামিরা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ, মামলা বাতিল ও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

গত বছরের ০৮ নভেম্বর হাইকোর্ট সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা বাতিল ও আসামিদের জামিন প্রশ্নে রুল জারি করেন।

এদিকে গত ১৬ এপ্রিল এই মামলাগুলোর অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু অনুমোদনের কপি এখনো আদালতে যায়নি।

ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার রায় দেন আদালত। পাশাপশি আসামিদের ছয় মাসের জামিন দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।