ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বগুড়ায় অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বগুড়ায় অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

বগুড়া: বগুড়া শহরের নিশিন্দারা এলাকার শহিদুল ইসলামের মেয়েকে অপহরণের দায়ে মো. পাপ্পুকে (২১)  ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত পাপ্পু ওই এলাকার মৃত জয়নালের ছেলে।


 
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুল মান্নান এ রায় দেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নরেশ মুখার্জি বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ০১ সেপ্টেম্বর মো. পাপ্পু কৌশলে শহিদুল ইসলামের বাড়ি থেকে তার মেয়েকে অপহরণ করেন। ওই ঘটনায় পাপ্পুকে আসামি করে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন শহিদুল।
 
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. পাপ্পুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।  
 
দণ্ডপ্রাপ্ত পাপ্পু আদালতে হাজির ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।