ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

সহকারী জজ নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, এপ্রিল ২৭, ২০১৭
সহকারী জজ নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার

ঢাকা: একাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১১’শ বিজেএস) পরীক্ষা ২০১৭ এর প্রিলিমিনারি পরীক্ষা ২৮ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত রাজধানীর তিনটি কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হবে।
 
১৪৩টি পদের বিপরীতে ৭৯৩০ পরীক্ষার্থীর জন্য কেন্দ্রগুলো হচ্ছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ।


 
এর আগে ১ মার্চ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সহকারী জজ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

তিন ধাপের এ পরীক্ষার মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য শুধুমাত্র অনলাইনে আবেদনের সুযোগ পায়। তবে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষার আগে নির্ধারিত ফরমে আবেদনের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমিশন কার্যালয়ে জমা দিতে হবে।

১০০ নম্বরের প্রিলিমনারি পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ প্রার্থীদের ১০০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।