মঙ্গলবার (৩০ মে) দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশাররফ ইউসুফ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের জেটেসি কলোনির আলী হোসেনের ছেলে রাব্বী (২০), জয়নাল গাজীর ছেলে শরীফ গাজী (২১) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে অন্তর (১৯)।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে পালবাজারের চাল ব্যবসায়ী শহীদুল ইসলামের কর্মচারী সাজ্জাদ হোসেন ব্যাংক থেকে নগদ ২ লাখ টাকা উত্তোলন করে প্রতিষ্ঠানে ফিরছিল। পথে রাব্বী, শরীফ ও অন্তর তাকে মারধর করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ওইদিনই সাজ্জাদ তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ছিনতাই মামলা দায়ের করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজা পাহলভী মজিদ সেলিম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর ছিনতাই হওয়া ৭৭ হাজার ৫শ’ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত বিচার আইনে আসামিদের কারাদণ্ড দেয়া হয়। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আনোয়ার গাজী ও কোহিনুর।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ৩০, ২০১৭
আরবি/