ফলে ০১ জুন থেকে এক চুলার জন্য ৯০০ টাকা ও দুই চুলার জন্য ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বহাল রয়েছে। ইতোমধ্যেই ওই দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরও হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার (০৫ জুন) এ আদেশ দেন।
গত মঙ্গলবার (৩০ মে) ০১ জুন থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত ছয়মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।
চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এ বিষয়ে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) করা আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে ০৫ জুন শুনানির দিন ধার্য করে দেন।
গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলনে এ দাম বৃদ্ধির ঘোষণা দেন বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম।
বিইআরসি’র ওই সিদ্ধান্ত অনুসারে গত ০১ মার্চ থেকে এক চুলার জন্য গ্যাসের দাম ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়। এটি ০১ জুনে বেড়ে গিয়ে দাঁড়ায় ৯০০ টাকায়। আর দুই চুলার জন্য ৬৫০ টাকা থেকে বেড়ে ০১ মার্চ হয়েছে ৮০০ টাকা, যা জুনে গিয়ে ফের বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ টাকায়।
অন্যদিকে মার্চ থেকে প্রতি ঘনমিটার সিএনজি গ্যাসের দাম হয়েছে ৩৮ টাকা। এটা জুনে গিয়ে দাঁড়িয়েছে ৪০ টাকায়। মার্চ থেকে গ্যাসের বাণিজ্যিক ইউনিট প্রতি খরচ যাচ্ছে ১৪.২০ টাকা। আর জুন থেকে এ ক্ষেত্রে খরচ করতে হচ্ছে ১৭.৪০ টাকা।
এ দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন দায়ের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কনজুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্ববায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।
এ আবেদনের শুনানি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারির আদেশে ০১ জুন থেকে দ্বিতীয় দফা গ্যাসের দাম বৃদ্ধি ছয়মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে গত ২৯ মে আপিল বিভাগে আবেদন করেন বিইআরসি। আদালতে বিইআরসি’র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন সুব্রত চৌধুরী ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
হাইকোর্টে সাইফুল ইসলাম বলেছিলেন, ‘বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’ এর ৩৪ ধারা বলা হয়েছে, ‘কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোন অর্থ বৎসরে একবারের বেশী পরিবর্তন করা যাইবে না, যদি না জ্বালানী মূল্যের পরিবর্তনসহ অন্য কোনরূপ পরিবর্তন ঘটে’৷ কিন্তু সরকার ২৩ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করে ০১ মার্চ ও ০১ জুন থেকে দুই দফায় গ্যাসের দাম বাড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
ইএস/এএসআর