ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় ধর্ষণ মামলায় প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুন ২০, ২০১৭
খুলনায় ধর্ষণ মামলায় প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন

খুলনা: খুলনায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রাইভেট শিক্ষক ভুপতি কবিরাজকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ভুপতি কবিরাজ ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামের হিমাংশু কবিরাজের ছেলে।

এ মামলার অপর আসামি ডুমুরিয়া উপজেলার পূর্ব বিল পাবলা গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে টিটু বিশ্বাসকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী শেখ জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট শিক্ষক ভুপতির বাড়িতে পড়তে যেতো। ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ওই ছাত্রীকে একা পেয়ে ভুপতি ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে একাধিক বার ধর্ষণ করে। এ ঘটনা ছাত্রী তার মাকে জানালে ২০১২ সালের ১৯ আগস্ট  ছাত্রীর পিতা বাদী হয়ে ভুপতি ও টিটু বিশ্বাসের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। পরে ওই বছরের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিশিকান্ত সরকার আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমান শেষে ভুপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।