মঙ্গলবার (০৪ জুলাই) আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুজাউদ্দোলা আকন্দ। পরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করেন তিনি।
আরেকটি সম্পূরক আবেদন করতে বলে হাইকোর্ট জানিয়েছেন, এরপর এ আবেদনের শুনানি নেওয়া হবে। সম্পূরক আবেদনে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সরকার কি কি পদক্ষেপ নেবে এবং নেওয়া উচিৎ- সেসব বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকতে হবে।
রিটে স্বাস্থ্যসচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
চিকুনগুনিয়া নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ০৪,২০১৭
ইএস/এমএ/এএসআর