রোববার (০৯ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিনের আবেদন জানান মোরশেদ খানের আইনজীবী।
সোমবার (১০ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ’ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ গত ২৮ জুন মামলাটি করে দুদক। মামলায় এম মোরশেদ খান ও সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ এ বি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।
মামলার পর গত ০১ জুলাই বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে গ্রেফতার করেন দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম। পরদিন ০২ জুলাই ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে জামিন দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানার আদালত।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
ইএস/এএসআর