ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

১৪৪৭ আনসার সদস্যকে পুনর্বহালের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
১৪৪৭ আনসার সদস্যকে পুনর্বহালের নির্দেশ রায় শুনতে হাইকোর্টে আসা চাকরিচ্যুত আনসার সদস্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ১৯৯৪ সালের আনসার বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত ১ হাজার ৪৪৭ জন আনসার সদস্যকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে চাকরিচ্যুতদের করা পৃথক কয়েকটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার (১০ জুলাই) দেওয়া রায়ে এ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

রায়ের পরে রিটকারীদের আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন জানান, ১৪৪৭ জনের মধ্যে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে অথবা যারা চাকরি করতে অক্ষম, তাদেরকে চাকরির সময়সীমা অনুসারে পেনশন সুবিধা দিতে বলেছেন হাইকোর্ট।

১৯৯৪ সালের ৩০ নভেম্বর সাতটি দাবি-দাওয়া নিয়ে আনসার বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একই বছরের ০২ ডিসেম্বর লালমনিরহাটেও অসন্তোষের কারণে বিদ্রোহ ঘটে। ০৪ ডিসেম্বর ওই ঘটনা নিয়ন্ত্রণে আসার পর অনেক আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়।  

পরবর্তীতে সবাই মামলার অভিযোগ থেকে খালাস পান। চাকরিচ্যুত আড়াই সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে কিছু কর্মকর্তা চাকরিতে পুনর্বহাল হন।

বঞ্চিতরা পরে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। রাষ্ট্রপতির কার্যালয় ২০১০ সালে তাদের নিয়োগ দিতে বললেও কোনো কাজ হয়নি। পরবর্তীতে কিছু আনসার সদস্য হাইকোর্টে রিট করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ১৩ এপ্রিল ২৮৯ জন আনসার সদস্যকে চাকরিতে পুর্নবহালের পক্ষে রায় দেন হাইকোর্ট।

এরপর আরও ১ হাজার ৪৪৭ জন সদস্য হাইকোর্টে দু’টি রিট করেন। রিট দু’টির রায় সোমবার ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।