ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চার্জ শুনানির সময় পেলেন ক্রিকেটার সানি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
চার্জ শুনানির সময় পেলেন ক্রিকেটার সানি  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্যপ্রযুক্তি আইনের মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পেলেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। 

সানির আইনজীবীর করা আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম চার্জ শুনানির নতুন এ দিন ধার্য করেন।  

ক্রিকেটার আরাফাত সানি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে শুনানি করেন তার আইনজীবী এম জুয়েল আহমদ ও মুরাদুজ্জামান।  

পরে সাংবাদিকদের এম জুয়েল আহমদ বলেন, সিনিয়র আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু অসুস্থ থাকায় চার্জ শুনানি পেছাতে সময়ের আবেদন জানানো হয়। আদালত তা মঞ্জুর করে আগামী ১০ সেপ্টেম্বর নতুন দিন ঠিক করেছেন।    


গত ৫ জানুয়ারি সানির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা নামে এক তরুণী মামলাটি করেন। ২২ জানুয়ারি সানিকে ঢাকার সাভার থানার আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এরপর থেকে টানা ৫৩ দিন কারাগারে আটক থাকার পর গত ১৫ মার্চ জামিনে মুক্তি পান সানি।

গত ২২ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন ঢাকার মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াহিয়া। পরে মামলাটি ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বিচারের জন্য বদলি করা হলে চার্জশিট আমলে নেন ট্রাইব্যুনাল।   

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এমআই/এমএ/এএসআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।