বুধবার (১৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম্মেল হক পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৬ আগস্ট রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা আক্তারকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই মমিন উল্লাহ বাদী হয়ে মোজাম্মেল হকসহ তিন জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৬ নভেম্বর মোজাম্মেল হককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিউকিউটের (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কালাম বাংলানিউজকে এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এসআরএস