ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মাদারীপুর: মাদারীপুরে স্ত্রী পারভীন আক্তারকে হত্যার দায়ে স্বামী সমরাজ মাতুব্বরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুল হক শ্যামল।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ রায় দেয়া হয়। সমরাজের বাড়ি জেলার কুমারখালী এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ১৭ আগস্ট রাতে স্ত্রী পারভীন আক্তারকে কুপিয়ে হত্যা করে সমরাজ মাতুব্বর। হত্যার পর পরই পারভীনের বাবা ছালেনুর রহমান বাদী হয়ে সমরাজের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই বছরেরই ২৯ অক্টোবর সমরাজকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে সাক্ষ্যপ্রমাণ শেষে দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এমরান লতিফ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭/আপডেট: ১৯১২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।