রোববার (০৮ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী শ ম রেজাউল করিম এবং আবদুল আলিম মিয়া জুয়েল।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, জামিন আবেদনের ওপর তিনদিন শুনানি শেষে গত বৃহস্পতিবার আদালত রোববার আদেশের জন্য দিন ধার্য রেখেছিলেন। আদালত আজ (রোববার) আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। এর আগে ১৫ মে মিরুর জামিন আবেদন নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে গত ২৪ মে হাইকোর্টের অপর একটি বেঞ্চ মিরুর জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন।
গত ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের দুই ভাই মিন্টু ও পিন্টুর সঙ্গে ছাত্রলীগ নেতা বিজয়ের গণ্ডগোল বাধে। এরপর বিজয়কে তুলে নিয়ে মেয়রের বাড়িতে আটকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। এ নিয়ে নিজ দলের একটি পক্ষের সঙ্গে মিরু, মিন্টু, পিন্টু, নাছিরসহ মেয়রের সহযোগীদের সঙ্গে সংঘর্ষ বাধে।
ওই সময় পেশাগত দায়িত্ব পালন, খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়া থেকে ঢাকায় আনা পথে মারা যান তিনি। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে মেয়র মিরু ও তার সহোদর মিন্টু এবং উপজেলা আওয়ামী লীগ নেতা নাছিরসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের তিন মাস পর গত ২ মে শিমুল হত্যা মামলার চার্জশিট দাখিল করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টো্বর ০৮, ২০১৭
ইএস/এমজেএফ