ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রোহিঙ্গা নির্যাতন নিয়ে রিটের শুনানি ফের ১৯ নভেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
রোহিঙ্গা নির্যাতন নিয়ে রিটের শুনানি ফের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচারের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।

রোববার (২২ অক্টোবর) প্রথম দিনের শুনানি শেষে আগামী ১৯ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ।

রিট আবেদনে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প থেকে আলামত জব্দের নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী দেলোয়ার হোসেনের করা এ রিট আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী ইউসুফ আলী। তবে আদালতের আহবানে মতামত দেন ব্যারিষ্টার শফিক আহমেদ। এ রিট আবেদনের বিরোধিতা করেছেন রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আবেদনে বিবাদী করা হয়েছে আইনসচিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।