মামলা বাতিলের জন্য করা এক আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৩ অক্টোবর) বিচারপতি মো.মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে ওই মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছেন আদালত।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিয়ন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। তিনি বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
পরে জয়নুল আবেদীন বলেন, গাড়িতে বোমা মেরে নাশকতার অভিযোগে ২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানায় এ মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় জামিনে রয়েছেন মির্জা ফখরুল।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩,২০১৭
ইএস/আরআই