ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মামুনের অর্থপাচার মামলা ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
মামুনের অর্থপাচার মামলা ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ

ঢাকা: তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অর্থপাচার মামলা চার মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

মামুনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

পরে খুরশীদ আলম খান জানান, ২০১১ সালে হওয়া এই অর্থপাচার অভিযোগের মামলা ঢাকার বিশেষ জজ আদালত–৩ এ বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, এ মামলায় আসামিপক্ষ কয়েকজন সাক্ষীর পুনরায় জেরা চেয়ে আবেদন করেছিলেন। হাইকোর্টে তাদের আবেদন খারিজের পর আপিল বিভাগে আবেদন করেন তারা। আজ আপিল বিভাগ তাদের আবেদন মতে সাক্ষীর পুনরায় জেরা করার অনুমতি দিয়েছেন। একই সঙ্গে মামলাটি বিচারিক আদালতে চার মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।