ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাটে গ্রাম আদালতে ৯৫৩ মামলা নিষ্পত্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
বাগেরহাটে গ্রাম আদালতে ৯৫৩ মামলা নিষ্পত্তি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা

বাগেরহাট: বাগেরহাট জেলায় এক বছরে গ্রাম আদালতে দায়ের করা এক হাজার ৫১ মামলার মধ্যে ৯৫৩টি নিষ্পত্তি হয়েছে।

এ সময়ে সারাদেশে গ্রাম আদালতে ২৮ হাজার ৮৯টি মামলা দায়ের হয়েছে। বিভিন্ন মামলা থেকে ১৪ কোটি ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে গ্রাম আদালত।

মঙ্গলবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের আয়োজনে বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন-উল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারগিস পারভিন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের বাগেরহাট ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মহিতোষ কুমার রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি প্রমুখ।

সভায় বক্তারা গ্রাম আদালত কী, কীভাবে কাজ করে, গ্রাম আদালতের আওতাভুক্ত অপরাধসহ বিভিন্ন খুঁটিনাটি দিক সম্পর্কে আলোচনা করেন। সভায় বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।