ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিজয় দিবসে দেয়া সেই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, মে ২৪, ২০১৮
বিজয় দিবসে দেয়া সেই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

ঢাকা: বিগত ২০১৫ সালের ১৬ ডিসেম্বর হাইকোর্টের একজন বিচারপতির দেওয়া সেই দেওয়ানি মামলার রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে বিবাদীপক্ষ।

বৃহস্পতিবার (২৪ মে) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে যে সম্পত্তি নিয়ে মামলা চলছে সে সম্পত্তির ওপর স্থিতাবস্থা জারি করেছেন।

বগুড়ার সদরের একটি সম্পত্তি নিয়ে খাজা জয়নুল হক নামের এক ব্যক্তি হাইকোর্টে মামলা করেছিলেন। যে মামলায় বিবাদী ছিলেন জোহরা খানম। তিনি এ মামলায় হাইকোর্টে হেরে যান। ২০১৫ সালের ১৬ ডিসেম্বর হাইকোর্টের তৎকালীন বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞা (২০১৭ সালের সেপ্টেম্বরে অবসরে যান) ওই রায় দেন। এর বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে) করেছিলেন জোহরা খানম।

গত ২০ মে এ বিষয়ে আদেশের জন্য ২৪ মে দিন ঠিক রেখেছিলেন আদালত। সে অনুসারে বৃহস্পতিবার আদেশটি এলো।

আদালতে জোহরা খানমের আইনজীবী ছিলেন আইনজীবী মো. ওয়াজি উল্লাহ।

২০ মে ওয়াজি উল্লাহ বলেন, আবেদনের শুনানিতে বিষয়টি আদালতের নজরে আসে। আপিল বিভাগ নথিও তলব করেছিলেন। দেখা যায় ১৬ ডিসেম্বর বিচারপতি রায় দিয়েছেন। অথচ ১৬ ডিসেম্বর রায় দেওয়ার সুযোগ নেই, কারণ ওইদিন ছুটি ছিলো।

আর এ ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ২৪, ২০১৮
ইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।