ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কোটা আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
কোটা আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন রিমান্ডে ফারুক হোসেন (ফাইল ছবি)

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনসহ তিনজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্য দুই আসামি হলেন-জসিম উদ্দিন ও মশিউর রহমান।

মঙ্গলবার (১০ জুলাই) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।


 
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ এক মামলায় ফারুকের দুইদিন ও অপর এক মামলায় জসিম ও মশিউরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
আসামিপক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ওই তিন আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছিলেন।
 
গত ৩ জুলাই ফারুকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
মঙ্গলবার শুনানিতে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দু’টি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।