ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারুকের জামিন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারুকের জামিন নামঞ্জুর ফারুক হোসেন (ফাইল ছবি)

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ জুলাই) জামিন আবেদনের উপর শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান জামিন নামঞ্জুরের বিষয়টি সাংবাদিকদের জানান।

গত ১৪ জুলাই দুইদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠান আদালত।

গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেওয়ায় অভিযোগে এ মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।