ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শিশু আদালতে ২১ হাজার ৫০৩ মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
শিশু আদালতে ২১ হাজার ৫০৩ মামলা শিশু আদালতের মামলার তথ্য সম্বলিত ‘ডিজিটাল ড্যাশবোর্ড এবং প্রশিক্ষণ কর্মশালা’ উদ্বোধন অনুষ্ঠান

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সারাদেশে শিশু আদালতে ২১ হাজার ৫০৩ মামলা বিচারাধীন রয়েছে।

শনিবার (০৪ আগস্ট) সুপ্রিম কোর্ট মিলনায়তনে শিশু আদালতের মামলার তথ্য সম্বলিত ‘ডিজিটাল ড্যাশবোর্ড এবং প্রশিক্ষণ কর্মশালা’ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধান বিচারপতি।

আপিল বিভাগের বিচারপতি ও শিশু অধিকার বিষয়ক সুপ্রিম কোর্টের বিশেষ কমিটির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেডারসহ হাইকোর্ট বিভাগের বিচারপতি উপস্থিত ছিলেন।



প্রধান বিচারপতি বলেন, আমাদের বিচার ব্যবস্থায় অসংখ্য সমস্যা রয়েছে। এ সমস্যার দিকে নজর দেওয়ার সময় এসেছে। এ সমস্যা থেকে উত্তরণে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, সবদিক থেকেই প্রযুক্তি গোটা বিশ্বে পরিবর্তন এনে দিচ্ছে। ভবিষ্যতে এ প্রযুক্তিই বিচার প্রশাসন ব্যবস্থায়ও মৌলিক পরিবর্তন এনে দেবে।

প্রধান বিচারপতি আরও বলেন, সারাদেশে শিশু আদালতে ২১ হাজার ৫০৩টি মামলা বিচারাধীন রযেছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আরো বলেন, ডিজিটাল ড্যাশবোর্ড একটি নতুন ধারণা। এ ড্যাশবোর্ড শিশু আদালতের মামলার জট কমিয়ে আনতে বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।