ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুড়িগ্রামে জেএমবি’র ৩ সদস্য রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
কুড়িগ্রামে জেএমবি’র ৩ সদস্য রিমান্ডে আদালতে জেএমবি’র ৩ সদস্য। ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সামরিক শাখার তিন সদস্যকে তিনদিনের রিমান্ড দিয়ে‌ছেন আদালত।

রোববার (৫ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজি‌স্ট্রেট মিজানুর রহমানের আদালতে জেএম‌বি সদস্য‌দের নেওয়া হয়। পরে‌ পুলিশ আদালতে আসামিদের হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (২ আগস্ট) দিনগত রাতে ঢাকা পুলিশের বিশেষ দল ও বগুড়া পুলিশের যৌথদল কু‌ড়িগ্রা‌মের রাজিবপুর উপজেলার দুর্গম দিয়ারার চরে অভিযান চালিয়ে জেলা জেএমবি’র ইছাবার (সাম‌রিক শাখার) প্রধান তোফাজ্জল হোসেন হোতা মিয়া (৩০), ঢুসমারা জেএমবি’র ইছাবার দায়িত্বশীল রফিকুল ইসলাম (৪০) ও জেএমবি’র দাওয়াহ সদস্য আব্দুল হামিদকে (৬০) আটক করে। এ সময় তাদের কাছ‌ থে‌কে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দু'টি ম্যাগজিন, এক কেজি বিস্ফোরক পাউডার ও আধা লিটার সালফিউরিক এসিড উদ্ধার করে পুলিশ। ওদিন বি‌কে‌লে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বগুড়ায় নেওয়া হয়। আটককৃত জেএমবি সদস্যদের বিরুদ্ধে কুড়িগ্রামের ঢুসমারা থানায় মামলা করেন বগুড়া গোয়ন্দা বিভাগের উপ-পরিদর্শক ফিরোজ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।