ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডেসটিনির এমডির বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
ডেসটিনির এমডির বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

ঢাকা: সম্পদ বিবরণী জমা না দেওয়ার মামলা বাতিল চেয়ে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৭ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

আদালতে রফিকুল আমিনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম মইনুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন ও এ কে এম আমিন উদ্দিন মানিক।  

পরে এ কে এম আমিন উদ্দিন মানিক বাংলানিউজকে জানান, সম্পদ বিবরণী জমা না দেওয়ায় মামলাটি গত ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা মডেল থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মাদ মোয়াজ্জেম হোসেন।  

২০১৮ সালের ১২ মার্চ এ মামলার অভিযোগ গঠন করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন রফিকুল আমিন। যা মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে মামলাটি চলতে কোনো আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আমিন উদ্দিন মানিক।  
 
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
ইএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।