ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পাবনায় অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
পাবনায় অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

পাবনা: পাবনায় অস্ত্র মামলায় আকরাম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আকরাম শেখের বাড়ি পাবনা সদর উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামে।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ আকরাম শেখকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর পাবনা ক্যাম্পের একটি দল। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী, ইসলামপুর এলাকার একটি লিচু বাগানের একটি ঘর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।  

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সালমা আক্তার শিলু। আসামি পক্ষে ছিলেন আইয়ুব খান।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।