ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুদকের মামলায় পুলিশ সার্জেন্টের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
দুদকের মামলায় পুলিশ সার্জেন্টের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পুলিশ সার্জেন্ট আজহার আলীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত। পাশাপাশি তার সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুর রাজ্জাক মিয়া ও আসামি পক্ষে ছিলেন আইনজীবী মিজানুর রহমান।

আদালত সূত্র জানা যায়, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি আজহার আলীর বিরুদ্ধে এক কোটি ১২ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা এর মধ্যে ৭৮ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুদক রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৫ সালের ১৪ জুন দুদকের উপ-পরিচালক মোনায়েম হোসেন আজহারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর মামলার বিচার শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এমএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।