বুধবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুরুজ আলী ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার খাল সাইদকোনা গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ২২ জুন অপমানের প্রতিশোধ নিতে স্ত্রী মুর্শিদা বেগমকে হত্যা করেন স্বামী সুরুজ আলী। এ ঘটনার পর দিন নিহতের বাবা শাহাব উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ছয় বছর পর পুলিশ সুরুজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে বিচারক এ রায় দেন।
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সঞ্জীব সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এমএএএম/আরআইএস/