ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাছ-মাংসসহ নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
মাছ-মাংসসহ নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতে রুল

ঢাকা: নাগরিকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে সরকারের পদক্ষেপও জানতে চেয়েছেন আদালত।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আগামী ৫ মে’র মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।  

জনস্বার্থে দায়ের করা এক রিটে সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৪ মার্চ) রুলসহ এ আদেশ দেন।

পানি নিয়ে রিটকারী আইনজীবী শাম্মী আক্তার এ সম্পূরক আবেদন করেন।  
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জে আর খাঁন রবীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
 
আদেশের বিষয়টি নিশ্চিত করে জে আর খাঁন রবিন বলেন, সম্প্রতি পচা মাছ-মাংস নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে এ সম্পূরক আবেদন করা হয়। আদালত রুল জারি করেছেন।  

এছাড়াও নিরাপদ খাদ্য সরবরাহে কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন। এ বিষয়ে আদালত প্রতিবেদন চেয়ে ৫ মে শুনানির জন্য পরবর্তী দিন রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।