জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামে শিশু ধর্ষণ মামলায় নাজিমুল ইসলাম (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে আসামির অনুপস্থিতিতে জয়পুরহাট শিশু আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৮ আগস্ট বিকেলে খেলার কথা বলে নাজিমুল ওই শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এসময় শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে নাজিমুল পলিয়ে যান। পরে প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে শিশুটির বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় নাজিমুলকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত। আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আফজাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।