শনিবার (২৩ মার্চ) দুপুরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রুবেল রানা জেলার গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের আসরাফুল আলমের ছেলে।
বড়াইগ্রাম ইউএনও মো. আনোয়ার পারভেজ বাংলানিউজকে জানান, সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে বড়াইগ্রামের মৌখাড়া এলাকায় কৃষি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছিলেন রুবেল রানা নামে এক ব্যক্তি।
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে রুবেল রানা নামে ওই ব্যক্তিকে ভেকু মেশিনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
আরএ