বুধবার (০৩ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বৃত্তিপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল নামে এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে ৭৮৫ গ্রাম হেরোইনসহ রুবেল হোসেনেকে আটক করে র্যাব। এ ঘটনায় তাকে একমাত্র আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় একটি মামলা করেন র্যাব-১২ পাবনা ক্যাম্পের ইনচার্জ আবুল হাসান শেখ।
কুষ্টিয়া জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ নন্দী বাংলানিউজকে বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে বুধবার এ রায় দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এসআরএস