সোমবার (১৫ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম শরিফুল হক তাকে এ সাজা দেন।
সুজন উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের মৃত সোনাতন ঋষির ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলস্টেশনে যাত্রা বিরতি করে। সেসময় ট্রেনের ভেতরে থাকা এক নারী টয়লেটে যায়। ওই সময় সুজন তার মুঠোফোন দিয়ে গোপনে ভিডিও ধারণ করলে ট্রেনে থাকা অপর যাত্রীরা এটি দেখে ফেলে তাকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এসএ